বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ | ২৬ রজব ১৪৪৭ | ০৬:৪৬:৫১

শিরোনাম
সুন্দরবনের সুপতি অভয়ারণ্যে তিনটি ট্রলারসহ ১৩ জেলে আটক৷ ৬টি ডিঙ্গি ও মাছ জাল জব্দ
আপডেট : ২০২৫-১২-২৮ ২০:২৭:২৩

মোঃ নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ

সুন্দরবনের সুপতি অভয়ারণ্যের খালে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীদের হাতে  তিনটি ট্রলারসহ ১৩ জেলে আটক হয়েছে। জব্দ করা হয়েছে মাছ ধরার জাল ও ৬টি ডিঙ্গি  নৌকা। আটক জেলেদের আদালতের মাধ্যমে  বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ ফয়সাল আহমেদের নেতৃত্বে বনরক্ষীরা শুক্রবার সন্ধ্যায়  সুপতি ষ্টেশনের আওতাধীন বড়কটকা খালে নিয়মিত টহলের সময় একটি ট্রলারের জেলেদের অবৈধভাবে  মাছ ধরতে দেখে এগিয়ে যায়। বনরক্ষীরা ৯ জেলেসহ একটি ট্রলার আটক করে। এ সময় আরো ৬টি ডিঙ্গি ও মাছ ধরার জাল জব্দ  করেন বনরক্ষীরা। আটক জেলেরা হচ্ছেন, আলাউদ্দিন পঞ্চায়েত (৩০), রেজাউল হাওলাদার (২৫), মোঃ রাকিব হাওলাদার (২৫), গ্রাম বগী,শরণখোলা, লিটন সরদার (৪৮), মিলন সরদার (৩৫), জলিল শেখ (৪৫), গ্রাম গোপালকাঠি,বাগেরহাট, জাফর হাওলাদার (৩৮), রবিউল ইসলাম (২৩) গ্রাম চালিতাবুনিয়া, শরণখোলা, জালাল হাওলাদার (৩০), গ্রাম কালিকাঠি, পিরোজপুর।  অপরদিকে, একই দিন সন্ধ্যায়  বনরক্ষীরা সুপতির পোতারখাল এলাকায় টহলের সময় দুইটি ট্রলারসহ ৪ জেলেকে আটক করেন। আটক জেলেরা হচ্ছেন, বিজন হালদার (৩৫), শিশির হালদার (৩৫), গ্রাম হোগলাপাশা, ইসা খান (২৬), সাত্তার খন্দকার (৪৫), গ্রাম সাহেরাবাদ থানা পাথরঘাটা। এ সময় জব্দ করা হয়েছে মাছ ও কাকড়া।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ ফয়সাল আহমেদ বলেন, আটক জেলেরা সুপতি অভয়ারণ্য কেন্দ্রের আওতাধীন খালে  অবৈধভাবে মাছ ধরছিলো। আটক জেলেদের বিরুদ্ধে দুইটি পৃথক বন মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামী জেলেদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালত তাদের বাগেরহাট জেল হাজতে পাঠিয়েছেন।#


268




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]