শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় আল আরাফা ইসলামী ব্যাংক শরণখোলা শাখার আয়োজনে শীতবস্ত্র কম্বল ৪০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
২৩ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় সান্তাবাজার পাঁচ রাস্তার মোড়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক খুলনা জোনের ভিপি এন্ড ক্লাস্টার হেড মো: এনায়েত ফকির। এসময় আরো বক্তব্য রাখেন আল-আরাফা ইসলামী ব্যাংকের এফ এ ভি পি মোঃ আব্দুল জলিল, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আ: মালেক রেজা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন বাদল, সাংবাদিক মোঃনইন আবু নাঈম তালুকদার, মোঃ শাহিন হাওলাদার ও মোঃ জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে মানবতার পক্ষে কাজ করেছেন। তাই তিনি ব্যাংক কর্তৃপক্ষকে তার পক্ষ থেকে ধন্যবাদ










