বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ | ২৬ রজব ১৪৪৭ | ০৮:২৩:০০

শিরোনাম
আটপাড়ায় রাজনৈতিক তর্কের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ
আপডেট : ২০২৫-১২-২২ ১৫:৫৮:৩৯

নেত্রকোনা প্রতিনিধি  নেত্রকোনার আটপাড়ায় রাজনৈতিক তর্কবিতর্কের জেরে ফজলুল হক তালুকদার নামের একজনের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় একই গ্রামের আব্দুল মোমেনকে প্রধান অভিযুক্ত করে সাত জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

গত শনিবার বিকেলে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত আব্দুল মোমেন মল্লিকনগর গ্রামের মৃত আলতাফ উদ্দিনের ছেলে এবং ভুক্তভোগী ফজলুল হক তালুকদার একই গ্রামের মৃত আব্দুর রহিম তালুকদারের ছেলে।ভুক্তভোগী শনিবার রাতেই আটপাড়া থানায় আব্দুল মোমেনসহ সাতজনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। 

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পর পাশ্ববর্তী বাসিন্দা। ভুক্তভোগীর ছেলে কোরাইশী তালুকদারের সঙ্গে অভিযুক্ত আব্দুল মোমেনের রাজনৈতিক বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়। এর জেরে অভিযুক্ত ও তার সহযোগীরা ফজলুল হক তালুকদারের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তিনটি টিনের ঘর কুপিয়ে কেটে ফেলা হয় এবং বাড়িতে লুটপাট চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত আব্দুল মোমেনের কোনো রাজনৈতিক পদ-পদবি নেই, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আওয়ামী লীগ সমর্থক হিসেবে দেখা যায়।

স্থানীয়দের দাবি, আওয়ামী সরকারের আমলে তিনি এলাকায় দাপটের সঙ্গে প্রভাব বিস্তার করতেন।

এ বিষয়ে ভুক্তভোগী ফজলুল হক তালুকদার বলেন, “আমার ছেলের সঙ্গে রাজনৈতিক তর্কের জেরে মোমেন আমার বাড়িতে হামলা চালিয়ে কুপিয়ে লুটপাট করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে সে এলাকায় বহু মানুষকে নির্যাতন করেছে। আমি এর সঠিক বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মোমেন জানান তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। এর জেরেই তর্ক বিতর্ক হয়। 

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





255




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]