নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃপূর্ব সুন্দরবনের দুবলা জেলে পল্লীর ফরেস্ট টহল টীমের বনরক্ষীরা শনিবার দিবাগত রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে একটি ট্রলার সহ ৬ জেলেকে আটক করেছে। আটক জেলেরা বন বিভাগের পামির্ট ছাড়া নারকেল বাড়িয়া খালে অবৈধভাবে মাছ শিকার করছিল। এ সময় জব্দ করা হয়েছে ৩০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও আনুষাঙ্গিক মালামাল। বন বিভাগ সূত্রে জানা যায় দুবলা ফরেস্ট টহলফারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার সুন্দরবনের নারকেলবাড়িয়া খালে এলাকায় টহল কালে একটি ট্রলারে জেলেদের মাছ ধরতে দেখে এগিয়ে যায়। বনরক্ষীদের দেখে জেলেরা পালাতে ...বিস্তারিত