শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ | ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ | ২৮ জমাদিউস সানি ১৪৪৭ | ১২:০৯:২৮

শিরোনাম
এখন পর্যন্ত আমাদের সীমান্তে মানুষ হত্যা বন্ধ হয়নি--- জাহিদুর রহমান।
আপডেট : ২০২৫-১২-১৮ ২১:৩৩:৩৯

 আব্বাসী, স্টাফ রিপোর্টার।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হরিরামপুর -সিংগাইর (মানিকগঞ্জ) - ২ আসনের বাংলদেশ জামায়াতে ইসলামের মনোনীত  এমপি প্রার্থী শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান জাহিদ বলেছেন, ১৯৭১ সালের (১৬ ডিসেম্বর) পাকিস্তানের শাসন এবং শোষণ থেকে আমাদের বীর মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছিল। সেই স্বাধীনতার পরে পাকিস্তানের কোন ব্যক্তি অথবা কোন গোয়েন্দা সংস্থার লোকেরা আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ কোন বিষয়ে হস্তক্ষেপ করার দুঃসাহস করে না। আমাদের আরেকটা অন্যতম যুদ্ধের উদ্দেশ্য ছিল ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করা। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরেও আধিপত্যবাদী ভারতের আধিপত্য,  আমাদের শৃংখলায় হস্তক্ষেপ আজও পর্যন্ত বন্ধ হয়নি। এখন পর্যন্ত আমাদের সীমান্তে মানুষ হত্যা বন্ধ হয়নি। পদ্মা, মেঘনা, যমুনার উজানে যে বাধ, সে বাধ থেকে আমরা ন্যায্য মূল্যে পানি পাই না। এখনো আমাদের দেশ ভারতের আধিপত্য থেকে মুক্তি পায়নি। 


গত মঙ্গলবার  বেলা তিনটার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর এমএ জলিল স্কুল মাঠে শত বছরের ঐহিত্যবাহী "ঘৌড়দৌড় "প্রতিযোগিতা অনুষ্টানে প্রধান অতিথির  বক্তব্যে শিবির নেতা জাহিদুর রহমান এসব কথা বলেন।


তিনি বলেন, ২৪শের আন্দোলনে যিনি অন্যতম নেতা আমাদের ওসমান হাদীর উপরে যারা আক্রমণ করেছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর তারা আক্রমণ করেছে। ওসমান হাদীর উপর আক্রমণকারীদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে সরকারের দায়িত্ব পালনের জন্য তিনি আহবান জানান। তিনি আগামী দিনে সকলকে একসাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান। আর সেই বাংলাদেশ গড়ে তুলতে সকলের কাছে সহযোগিতা চান।


 ঘোড়া দৌড় সম্পর্কে জাহিদুর রহমান বলেন,একটি সুস্থ বিনোদনের মাধ্যমে বাংলাদেশের প্রাচীন কালচার এই সংস্কৃতি যেন আবার জেগে ওঠে। আমরা যেন অশ্লীলতা মুক্ত,বেহায়াপনা মুক্ত একটি সুষ্ঠু সমৃদ্ধশীল একটি বিনোদনের ব্যবস্থা মানুষের জন্য করতে পারি।  

হরিরামপুর  উপজেলার

রামকৃষ্ণপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ সুনাম উদ্দিন মিয়ার সভাপতিত্বে  এ সময় উপস্থিত ছিলেন, ডা: মোঃ শাহিদুর রহমান খান, মানিকগঞ্জ জেলা আমির হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম, এডভোকেট আনোয়ার হোসেন, জামায়াতে ইসলাম মানিকগঞ্জ সদর থানার সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন সহ জামায়াতে ইসলামের জেলা ও উপজেলের নেতাকর্মী উপস্থীত ছিলেন।


72




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]