নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জ থেকে হরিণ শিকারের ৩ প্রকারের ৪৩টি ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। হরিণ শিকারের এসব ফাঁদের মধ্যে রয়েছে ২৯টি হাটা ফাঁদ, ৭টি ছিটতা ফাঁদ ও ৭টি গুনার ফাঁদ। এবারই প্রথম চোরা শিকারিদের হরিণ শিকারে পাতা গুনার তৈরী ফাঁদ উদ্ধার হলো সুন্দরবন থেকে। তবে, এসময়ে কোন চোরা শিকারিদের আটক করতে পারেনি বন বিভাগ।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বৃহস্পতিবার (১৫ মে) বিকালে এতথ্য নিশ্চিত করে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ির সীমানার খাল এলাকার বন থেকে চোরা শিকারিদের পেতে রাখা হরিণ শিকারের ২০টি হাটা ফাঁদ উদ্ধার করা হয়েছে। এদিন একই রেঞ্জের খরমা খাল সংলগ্ন বড় মোগরমারী এলাকা থেকে চোরা শিকারিদের হরিণ শিকারের জন্য পেতে রাখা ৫টি ছিটতা ফাঁদ উদ্ধার করা হয়। একই দিনে শরণখোলা রেঞ্জের দুবলার রূপার গাং এলাকার গহীণ বন থেকে চোরা শিকারিদের হরিণ শিকারের জন্য পেতে রাখা ৯টি হাটা ফাঁদ, ২টি ছিটতা ফাঁদ ও ৭টি গুনার তৈরী ফাঁদ উদ্ধার করে বনরক্ষীরা।
চোরা শিকারিরা সুন্দরবন থেকে হরিণ শিকারের জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করছে জানিয়ে এই বন কর্মকর্তা বলেন, চোরা শিকারিরা সুন্দরবন থেকে হরিণ শিকারের জন্য গুনা দিয়ে তৈরী ফাঁদ পাতা শুরু করেছে। এবারই প্রথম বনরক্ষীরা সুন্দরবন থেকে হরিণ শিকারের ৭টি গুনার ফাঁদ উদ্ধার করেছে।##