শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আকষ্মিক ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় বাগেরহাটের শরণখোলা। মঙ্গলবার (৩ জুন) দুপুর একটার দিকে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। ঘূর্ণঝড়টি কয়েক মিনিট স্থায়ী হলেও ভারী বৃষ্টিপাত হয় বিলেক ৪টা পর্যন্ত। এরিপোর্ট লেখা (সন্ধ্যা সাড়ে ৬টা) হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে।
ঝড়ে অসংখা গাছপালা, ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে গাছ ও গাছের ডাল পড়ে বিদ্যুতের অসংখ্য তার ছিড়ে গেছে। এতে গোটা উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে৷ এছাড়া বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মাঠঘাট। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় উপজেলা সদরের রায়েন্দা ও উত্তর কদমতলা এলাকার বৃষ্টির পানি আটকে দুর্ভোগে পড়েছে কয়েক শ’ পরিবার।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝড়ে গাছ পড়ে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের হালিম হাওলাদার, উত্তর সাউথখালী গ্রামের আনোয়ার হোসেন ও উত্তর তাফালবাড়ী গ্রামে রুস্তম মোল্লার বসত ঘর এবং খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর গ্রামে একটি মসজিদের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া উপজেলার অন্যান্য এলাকাতেও গাছ পড়ে আর অন্তত ২০ থেকে ৩৫টি ঘর বিধ্বস্তের খবর রয়েছে।
শরণখোলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম রাগিব আহমেদ জানান, ঝড়ে গাছ পড়ে উপজেলার সবখানেই বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকেল থেকে তারের ওপর পড়ে থাকা গাছ ও ডালপালা অপসারণের কাজ শুরু হয়েছে। তবে কখন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে তা বলা যাচ্ছে না।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ জানান, ঝড়-বৃষ্টিতে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। ##