বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ মুহররম ১৪৪৭ | ২৩:১৮:০৩

শিরোনাম
চৈত্রের খরতাপে শুকিয়ে যাচ্ছে শরণখোলার পুকুর
আপডেট : ২০২৫-০৪-১৭ ১২:৫৭:৪২

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা  চৈত্রের খরতাপে শুকিয়ে যাচ্ছে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত তিনটি সরকারি পুকুর। এর ফলে পানি সংকট দেখা দিয়েছে এই শহরে বসবাস করা প্রায় ৬ হাজার পরিবারের মাঝে। যাদের কেউ পাইপের মাধ্যমে আবার কেউকেউ পিএসএফ ও সরাসরি পুকুরে এসে পানি ব্যবহার করেন।

এমনিতেই লবনাক্ততা ও বিশুদ্ধ পানির অভাব,তার উপর পুকুর শুকিয়ে যাওয়ায় বাড়ছে পানি বাহিত রোগ। তবে,এমন পরিস্থিতিতে নদী থেকে পাম্পের মাধ্যমে পুকুরে পানি দেওয়ার উদ্যোগ নিয়েছেন শরণখোলা উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: বেল্লাল হোসেন মিলন। 

তার এমন প্রশংসনীয় উদ্যোগে খুশি এই শহরে বসবাস করা ভুক্তভোগী পরিবারগুলো। স্থানীয় বাসিন্দা রোকোনুজ্জামান রোকন,মিরাজসহ অনেকে বলেন,রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল সংলগ্ন পুকুরের পানি ব্যবহার করে প্রায় ৭ হাজার মানুষ। কিন্তু চৈত্রের খরতাপে পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় চরম পানি সংকট দেখা দিয়েছে। এমন সময় বিএনপি নেতা বেল্লাল হোসেন মিলন পুকুরে পানির ব্যবস্থা করায় তাদের মাঝে স্বস্তি ফিরেছে।

এব্যাপারে বেল্লাল হোসেন মিলন বলেন,তিনি কিছুদিন ধরে দেখছেন রায়েন্দা শহরের গুরুত্বপূর্ণ পুকুরগুলোর পানি শুকিয়ে যাচ্ছে। তাই স্থানীয়দের দুর্ভোগের কথা চিন্তা করে নিজ উদ্যোগ এবং নিজ অর্থায়নে নদী থেকে পাম্পের মাধ্যমে পুকুরে পানি দেওয়ার কাজ শুরু করেছেন। পর্যায়ক্রমে এই শহরের শুকিয়ে যাওয়া সব পুকুরে পানির ব্যবস্থা করবেন বলেও জানান এই বিএনপি নেতা। 


262




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]