শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বাদল মুন্সী (৫৫) নামে এক পথচারী মারা গেছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন জান্নাত আকন (২৫) নামের ওই মোটরসাইকেলের চালকও। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার আঞ্চলিক মহাসড়কে লাকুড়তলা বাসস্ট্যাণ্ড এলাকায় এই দুঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা-চালিতাবুনিয়া গ্রামের মজিদ মুন্সীর ছেলে বাদল মুন্সী জুমার নামাজ পড়ার উদ্দেশে দুপুর সোয়া একটার দিকে বাড়ি থেকে বের হন। মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামীর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে চালত-পথচারী দুজনই গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মুন্সীকে মৃত ঘোষনা করেন। এছাড়া আহত চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। চালক জান্নাত আকনের বাড়ি উপজেলা সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে বলে জানা গেছে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডা. আরিফ মোহাম্মদ জানান, বাদল মুন্সীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। চালকের অবস্থাও আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যালে রেফার্ড করা হয়েছে।
শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। ##










