বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ মুহররম ১৪৪৭ | ২৩:১৫:৪৯

শিরোনাম
প্রেমিকের বন্ধুর বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু
আপডেট : ২০২৪-০২-২৬ ১৫:২৮:৪৫

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর হাজারীবাগে প্রেমিকের বন্ধুর বাসায় রোকসানা আক্তার রুহি নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বর্তমান প্রেমিক রিফাত ও প্রাক্তন প্রেমিক শাওনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রোকসানা আক্তার রুহি টাঙ্গাইলের মধুপুরের বাসিন্দা। তিনি ধানমন্ডি ১৫ নম্বর রোডের ৩০৭/এ নম্বর বাসার দ্বিতীয় তলায় থাকতেন। রুহি বিউটি পার্লার ও বিভিন্ন ক্লাবে কাজ করতেন।

রুহিকে হাসপাতালে নিয়ে যায় রিফাত। তিনি বলেন, আমার সঙ্গে রুহির ৪ মাস ধরে প্রেমের সম্পর্ক চলছে। এর আগে শাওন নামে একজনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। আমি গত রাতে তাকে হাজারীবাগে আমার বন্ধু আরমানের বাসায় নিয়ে যাই। সকালে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসার মালিক আরমান বলেন, রাত ১১টার দিকে আমার বাসায় মাতাল অবস্থায় রুহিকে নিয়ে আসে রিফাত। পরে সকালে অচেতন অবস্থায় আমিসহ রিফাত ও রুহির প্রাক্তন প্রেমিক শাওন মিলে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদপান ও উত্তেজনাক‌র কিছু সেবন করে ঐ তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় রিফাত, আরমান ও শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।



313




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]