শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ জ্বিলকদ ১৪৪৬ | ১৯:৩১:৩৬

শিরোনাম
শিগগিরই আসছে তৌহিদ হক পরিচালিত নাটক ‘পাব কি তারে’
আপডেট : ২০২৪-০১-৩০ ১৯:৩৯:২৭


নিজস্ব প্রতিবেদক 

শিগগিরই সম্প্রচার হতে যাচ্ছে সময়ের তরুণ নির্মাতা তৌহিদ হকের নাটক ‘পাব কি তারে’। ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা সৈয়দ জামান শাওন ও ফারিন খান। সম্প্রতি এই অভিনেতা-অভিনেত্রী তৌহিদ হকের পরিচালনায় ‘পাব কি তারে’ নাটকে কাজ করেছেন।

তৌহিদ হকের প্রথম পরিচালিত নাটক, ‘রিগ্রেট’। মনিরা মিঠুকে নিয়ে নারী প্রধান এই নাটকের প্রযোজক ছিলেন নির্মাতার মা নিজেই।


নতুন এ নাটক নিয়ে নির্মাতা জানান, আমি সত্যি লাকি যে আমার নাটকের প্রডিউসার আমার মা, মা আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছেন, মা আমাকে নিয়ে অনেক আশাবাদী এবং আমি দেশবাসীর কাছে দোয়া চাই যেন মায়ের মুখে হাসি ফুটাতে পারি। ‘পাব কি তারে’ একটি রোমান্টিক গল্পের উপর নির্মিত।

নতুন কাজ নিয়ে ফারিন খান বলেন, ‘পাবো কি তারে’ আমার খুব ভালো একটি কাজ হতে যাচ্ছে। কারন কনকনে শীতের ভিতর শুটিং করার যে কি অনুভুতি, সত্যি আমরা অনেক কষ্ট করেছি শুটিং সেটে। আমার সহশীল্পী শাওন ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করেছে, কাজটা নিয়ে আমি অনেক এক্সাইটেড।

শাওন-ফারিন ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন আলেয়া,জিল্লু রকি খান, মৌ শিখাসহ আরও অনেকে।


505




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]