শুক্রবার, ১১ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ মুহররম ১৪৪৭ | ০৩:১০:৪৪

শিরোনাম
দীপান্বিতার মডেলিং এ ঈদে আসছে "তুমি হাসলে চাঁদ হাসে"
আপডেট : ২০২২-০৪-২৯ ১৫:০৬:৫৮

দীপান্বিতার মডেলিং এ ঈদে আসছে "তুমি হাসলে চাঁদ হাসে"

নিজস্ব প্রতিবেদক 

মানিক যাযাবর এবং মিতা মল্লিকের গাওয়া নতুন একটি ডুয়েট গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক্যাল ভিডিও "তুমি হাসলে চাঁদ হাসে"। গানটিতে মডেল হয়েছেন অভিনেত্রী দীপান্বিতা রায়। তার সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করেছেন শিমুল। গানটি রিলিজ পাচ্ছে এই ঈদে।


মিউজিক্যাল ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে রাঙ্গামাটির বিভিন্ন লোকেশনে। গানটির সুরকার ও গীতিকার এবং মিউজিক কম্পোজার শিল্পী মানিক যাযাবর নিজেই।গানটির প্রসঙ্গে তিনি বলেন, "নিজের করা কথা ও সুরে গান গাওয়ার আলাদা একটা আনন্দ আছে। খুব যত্নের সাথে আমি গানটির মিউজিক কম্পোজ করেছি। আশা করি, দর্শক গানটি খুব পছন্দ করবে।


মিউজিক্যাল ভিডিওটি নির্মাণ এবং  দৃশ্যকল্প সাজিয়েছেন নির্মাতা আসাদুজ্জামান আজাদ। তিনি বলেন, "তুমি হাসলে চাঁদ হাসে একটি রোমান্টিক মিউজিক্যাল ভিডিও। নির্মাণ, কালার এবং এডিটিং এর পরে মনে হচ্ছে, এটি একটি পরিপূর্ণ সিনেমাটিক গান হয়ে উঠেছে। আশা করি, দর্শক এটাকে সানন্দে গ্রহণ করবে।"


মিউজিক্যাল ভিডিওটির বিষয়ে দীপান্বিতা রায় বলেন, 'আসাদুজ্জামান আজাদ ভাইয়ের সাথে এটা আমার তৃতীয় কাজ। তিনি বরাবরই ভালো কাজ করেন। আর এই কাজটিও তিনি খুবই আন্তরিকতার সাথে নির্মাণ করেছেন। আমরাও তাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছি। আমার সহশিল্পী শিমুলও কাজটির ব্যাপারে খুবই আন্তরিক ছিল। আমরা মিউজিক্যাল ভিডিওটি নিয়ে খুবই আশাবাদী। নিশ্চয়ই মিউজিক্যাল ভিডিওটি দর্শক নন্দিত হবে।'


"তুমি হাসলে চাঁদ হাসে" মিউজিক্যাল ভিডিওটি প্রকাশিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিম স্টার এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে।


408




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]