শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ জ্বিলকদ ১৪৪৬ | ২০:১৩:১১

শিরোনাম
উত্তরায় অসহায় ইয়াতিমদের পাশ্বে মানবিক নেতা দয়াল কুমার বড়ুয়া
আপডেট : ২০২৩-১১-০২ ১৭:০০:৫৬

শাহাদাত হোসেন মানিকঃরাজধানীর উত্তরা১০ নম্বর সেক্টর১৩ নম্বর রোডে অবস্থিত এসো ইসলাম শিখি মাদ্রাসা ও ইয়াতিমখানা মসজিদের পাশ্বে মানবতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন ঢাকা ১৮ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাংলাদেশ বৌদ্ধিস ফেডারেশনের সভাপতি দয়াল কুমার বড়ুয়া,। 

 

,ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ শুরু হওয়ায়,রাস্তা সম্প্রসারণ করতে,এসো ইসলাম শিখি মাদ্রাসা মসজিদের ১০ ফুট পাশ্বে১০৮ফুট লম্বা,ভাঙ্গতে হয়,যেহেতু অসহায় ইয়াতিমরা এখানে থাকে,তাই খবর পেয়ে মানবিক নেতা দয়াল কুমার বড়ুয়া বৃহস্পতিবার সকাল১১ টায় ছুটে আসেন মাদ্রাসা মসজিদ পরিদর্শনে,এসময় তিনি অসহায় ইয়াতিমদের দুঃখ দুর্দশার কথা শুনে সাথে সাথে প্রকল্প পরিচালক মিঃজুও এর সাথে সাক্ষাৎ করে বিষয়টি সমাধানে আর্থিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন,এসময় তিনি মুঠোফোনে সড়ক ও সেতু কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার মনির হোসেনের সাথেও কথা বলেন এবং দ্রুত বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

শেষে ইয়াতিমদের সাথে কথা বলেন তাদের থাকা,খাওয়া,পড়ালেখার খোঁজ খবর নেন,এবং আর্থিক সহায়তা প্রধান করেন, এসময় আরো উপস্হিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এফ এম ইব্রাহীম,সাংবাদিক মোস্তাক,সাংবাদিক মিজানুর রহমান সহ গন্য মন্য  ব্যাক্তি বর্গ,তিনি আরো বলেন ঢাকা ১৮ আসনের সাধারন মানুষের পাশ্বে দাঁড়াতে যেকোন সময়,যেকোন বিষয় তিনি এরকম মানবিক কাজে নিজেকে উৎসর্গ করে যাবেন।


243




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]