শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ জ্বিলকদ ১৪৪৬ | ২০:১৭:২৯

শিরোনাম
আদমদীঘিতে চোলাই মদ ও গাঁজা সহ গ্রেফতার-৫
আপডেট : ২০২৩-১০-২৪ ১৭:০৬:২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে পৃথক দুটি অভিযানে ১০ লিটার চোলাই মদ ও ১শ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইসবপুর ব্রীজের সামনে অভিযান চালিয়ে আব্দুল মালেক শাহ (৪০) নামের এক মাদক কারবারবিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছে থেকে ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল মালেক জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার  বড়গাছা  সাপাড়া এলাকার আলিম উদ্দিনের ছেলে।

এদিন পৃথক আরেকটি অভিযান চালিয়ে রামপুরা বাজার মোড় থেকে ১শ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সদর ইউপির কদমা  মৃত ছবের আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৫), মৃত আবুল হোসেনের ছেলে মিঠু (৪৫), রামপুরা এলাকার সোহেল রানা ধলু (৪০), দক্ষিণ গনিপুর এলাকার মৃত রবেশ আলীর ছেলে উজ্জল হোসেন (৪৫)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন,  গ্রেতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পেরণ করা হয়েছে।


283




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]