বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ | ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ | ২৭ জমাদিউস সানি ১৪৪৭ | ০৯:৩৯:১১

শিরোনাম
সুন্দরবনের দুবলারচরে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণে বনবিভাগের অভিযান শুরু,,বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য অপসারণ
আপডেট : ২০২৫-১০-২৭ ২১:৪৬:৫৯

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ

পূর্ব সুন্দরবনের দুবলারচরে বনরক্ষীরা সাগর থেকে ভেসে আসা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণে অভিযান শুরু করেছে। গত তিন দিনে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বিভাগের জেলে পল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুব্রত কুমার দাস ও আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর হাসান ইমরানের নেতৃত্বে বনরক্ষীরা রবি, সোম ও মঙ্গলবার দুবলার আলোরকোল, মেহেরআলী, অফিসকেল্লা, কচিখালী ও শেলারচরে বঙ্গোপসাগর থেকে ভেসে আসা বিপুল পরিমাণ প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ করে। ভেসে আসা এসব প্লাস্টিক ও পলিথিন বর্জ্যে সুন্দরবনের পরিবেশ দূষিত হওয়ার উপক্রম হয়েছিল।

ডেপুটি রেঞ্জার সুব্রত কুমার দাস বলেন, বেশ কিছু দিন ধরে সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে নানা ধরনের প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন দ্রব্য জোয়ারে ভেসে এসে চরে আটকে যায়। ফলে সুন্দরবনের পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কা ছিল। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে গত তিন দিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সাগর তীরের চরসমূহ থেকে বনরক্ষীরা নিরলস পরিশ্রম করে কয়েক মণ প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ করেছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বনরক্ষীরা সুন্দরবনের দুবলারচর, শেলারচর, কচিখালীসহ সুন্দরবনের বিভিন্ন চরে ভেসে এসে আটকে থাকা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ করেছেন। এসব বর্জ্য ধ্বংস করার জন্য ডাম্পিং স্টেশনে পাঠানো হবে। সুন্দরবনের নদী, খাল ও সাগর তীরে বর্জ্য অপসারণের অভিযান অব্যাহত থাকবে বলে ডিএফও জানিয়েছেন।##


165




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]