নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ
বাগেরহাটের শরনখোলায় উওরন একসেস প্রকল্পের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসরকারী অংশীদারদের সাথে সভা অনুষ্ঠিত হয় উপজেলা অফিসার্স ক্লাবে আজ: ২৭-১০-২০২৫ ইং তারিখ রোজ সোমবার সকাল ১১টায় উক্ত সভায় প্রধান: অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অঞ্জন বিশ্বাস সিনিয়র মৎস্য কর্মকর্তা । শরনখোলা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ আল মামুন জুয়েল।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
আরোও বিশেষ অতিথি ছিলেন আব্দূল গফুর প্রোজেক্ট অপারেশন ম্যানেজার ওআব্দুর রহমান মনিটারিং এন্ড এভালুয়েশন অফিসার।
সভার উদ্দেশ্য: জীবিকা বৈচিত্রকরণ এবং জলবায়ু সহনশীল ও টেকসই বিকল্প ।জীবিকার বিকল্পগুলি অন্বেষণের গুরুত্ব নিয়ে আলোচনা। এই ক্ষেত্রে সম্প্রদায়ের সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে অংশীদারদের মধ্যে সহনশীলতা।
এবং সম্প্রদায় কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা নিয়ে আলোচনা।
প্রসঙ্গ উপস্থাপনা:
জলবায়ু সহনশীল বিকল্প জীবিকার সুযোগ। জীবিকা বৈচিত্র করণ এবং জলবায়ু স্মার্ট ব্যবসা। সবুজ ও নীল অর্থনীতির গুরুত্ব। এই ধরনের ব্যবসা এবং কাজের সুযোগগুলি কিভাবে অন্বেষণ ও ব্যবহার করা যায়।
অতিথিদের মতামত এবং অন্তদৃষ্টি::অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ নারী এবং প্রতিবন্ধীদের এক্সেস নিশ্চিত করা। বেকার যুব কর্মশক্তিকে মানবসম্পদে রূপান্তিত করা। তাদের জলবায়ু ও স্মার্ট ব্যবসায় উদ্যোক্তাদের সম্পৃক্ত করা। স্থানীয় কর্মশক্তি বিশেষ করে দক্ষ যুব গোষ্ঠীর অংশীদারদের সাথে সংযোগ ও নেটওয়ার্ক স্থাপন করা।
সভায় সাংবাদিক সহ উত্তরণ অ্যাক্সেস প্রকল্পের উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন; নিকোলিস রঞ্জন ও ফিন্যান্স অফিসার মাসুদ রানা।










