রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ | ২৬ রবিউস সানি ১৪৪৭ | ২০:১৫:২২

শিরোনাম
ঢাকায় বেসরকারি শিক্ষকদের উপর পুলিশ বাহিনীর নগ্ন হামলা ও ২০% বাড়ি ভাড়া দাবিতে শরণখোলায় মানববন্ধন ও পথসভা
আপডেট : ২০২৫-১০-১৪ ২৩:১৮:১৩

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের ২০% বাড়ি ভাড়া‌ সহ ৩ দফা দাবিতে  গত ১২ অক্টোবর ঢাকা প্রেসক্লাবে শিক্ষক সমাবেশে পুলিশবাহিনী কর্তৃক ন্যাক্কার জনক হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় বাগেরহাটের শরণখোলায় উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতিও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়া সভাপতিত্বে ও তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ: মালেকের রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সরকারি অধ্যাপক ফারুক আহমেদ, প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর আবুল কালাম, শিক্ষক সমিতির সাবেক কোষাধ্যক্ষ  মাওলানা নুরুল আমিন, সিনিয়র শিক্ষক মাওলানা মনিরুজ্জামান, মো: বেলাল হোসেন, মো: আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিএন কারিগরি কলেজের শিক্ষক শামীম হাসান সুজন, সিনিয়র শিক্ষক মো: আবিদুর রহমান, মোঃ: আবুল হোসেন ও এটিএম কামাল হোসেন। 


সভায় বক্তারা মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে অবিলম্বে ২০% বাড়ি ভাড়া ও‌ মানসম্মত মেডিকেল ভাতা সহ ৩ দফা কার্যকর এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী সম্মানিত শিক্ষকদের উপর অমানুষিক নির্যাতন করেছে তার শাস্তি দাবি জানিয়েছেন। অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।


75


এ বিভাগের আরো কিছু সংবাদ



Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]