বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ | ১১ রবিউল আউয়াল ১৪৪৭ | ২২:৩৫:১৯

শিরোনাম
ভয়াবহ ভাঙনে নিঃস্ব শতশত পরিবার মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে দক্ষিণের উপকূলীয় শরণখোলার জনপদ
আপডেট : ২০২৫-০৮-০৮ ১৯:২০:৫২

নইন আবু নাঈম শরণখোলা থেকেঃ

বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলা শরণখোলায় ভয়াবহ নদীভাঙনের কারণে শতশত মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। ভাঙনের তীব্রতায় ইতোমধ্যেই রিং বাঁধসহ শত বিঘা আবাদি জমি, বসতঘর, গাছপালা এবং স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। উপজেলার সাউথখালী ইউনিয়নের শরণখোলা বাজার থেকে তেড়াবেকা,চালিতাবুনিয়া ও বগী এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রিং বাঁধের বিভিন্ন পয়েন্টে ধসে পড়ছে। নদীর পানির তিব্র স্রোতে প্রতিনিয়ত ভাঙন সৃষ্টি করে নতুন নতুন এলাকা গ্রাস করছে।

ভুক্তভোগী মোঃ হালিম, মোঃ ইউসুফ, রহিমা বেগম ও জাহানারা বেগম জানান, আমাদের জমি-জমা, বসতঘর, গাছপালা সব নদীতে বিলিন হয়ে গেছে। এখন পরিবার নিয়ে আতঙ্কে আছি,ভাঙ্গনের পাশে কোনো রকম ছাপড়া দিয়ে বসবাস করছি।কখন আবার নদীর ভয়াবহ ভাঙ্গন আরও এগিয়ে আসে এই দুশ্চিন্তা সারাক্ষণ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙন তীব্র রূপ নিলেও পানি উন্নয়ন বোর্ড কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝে মাঝে ভাঙনকবলিত অংশে সাময়িক সংস্কার কাজ হলেও তা কার্যকর হয়নি।

স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা বলেন, পরিস্থিতি এখন চরমে। দ্রুত টেকসই রিং বাঁধ নির্মাণ না হলে অচিরেই বিস্তীর্ণ জনপদ মানচিত্র থেকে মুছে যেতে পারে।

স্থানীয়রা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীগুলোর প্রবাহ ও পানির তিব্রতা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হচ্ছে। ফলে প্রতিবছর উপকূলীয় অঞ্চলের নদীবাঁধ ও জনপদ মারাত্মক ঝুঁকিতে পড়ছে। সময়মতো টেকসই প্রতিরোধ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে শরণখোলার মতো আরও অনেক জনপদ বিলীন হয়ে যেতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন,বিষয়টি গুরুত্বের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায় পূর্বে যেভাবে সংস্কার করা হয়েছিল, এবারও প্রয়োজনে স্থানীয়দের সঙ্গে নিয়ে রিং বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।##


461


এ বিভাগের আরো কিছু সংবাদ



Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]