রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ রবিউল আউয়াল ১৪৪৭ | ০৮:০৯:০৬

শিরোনাম
শরণখোলায় বিএম পরিবহনের গাড়িচাপায় এক মহিলার মৃত্যু
আপডেট : ২০২৫-০৭-১৬ ০০:১১:৪৬

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় বিএম পরিবহন লাইনের একটি গাড়ি চাপায় পথচারী এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ ই জুলাই বিকেল ৪:৫০ এর দিকে রায়েন্দা রাজৈর বাস স্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ঢাল এলাকায়। 


প্রত্যক্ষদর্শীর  সূত্রে  জানা যায়, বাগেরহাট থেকে লোকাল পরিবহনের গাড়িতে অজ্ঞাত মহিলা (৫০) রায়েন্দা রাজৈর বাসস্ট্যান্ডে এসে নামে। সেখান থেকে রায়েন্দা বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা শরণখোলা থেকে ঢাকাগামী   বিএম লাইন পরিবহন একটি গাড়ি ওই মহিলাকে চাপা দেয় এতে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এরপর বিএম  পরিবহনের ড্রাইভার গাড়িটি নিয়ে দ্রুত মোড়লগঞ্জের  উদ্দেশ্যে চলে যায়। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ও শরণখোলা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মহিলার পরিচয় কেউ সনাক্ত করতে পারিনি। 


শরলখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন ঘটনা শুনে বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ পাঠানো হয়েছে তবে এখন পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। 


453




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]