রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ রবিউল আউয়াল ১৪৪৭ | ০৮:১৪:০০

শিরোনাম
সুন্দরবনে বিষ দিয়ে ধরা ৩ মণ মাছ উদ্ধার, নৌকা জব্দ
আপডেট : ২০২৫-০৭-০৮ ০১:১১:৪৮


নইন আবু নাঈম শরণখোলা থেকেঃ

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ির বড়বস্তা খালে অভিযান চালিয়ে ৬টি ডিঙ্গি নৌকাসহ বিষ দিয়ে আহরণ করা ৩ মণ চিংড়ি ও সাদা মাছ উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার  সন্ধ্যায় এই অভিযান কালে অবৈধ অনুপ্রবেশকারী জেলেরা বনের গহীনে পালিয়ে গেলেও তাদের ডিঙ্গি নৌকা থেকে ৫ বোতল বিষ ও ৫টি টোনা জাল জব্দ করা হয়েছে। একই দিন সুন্দরবনের ঢাংমারী স্টেশনের লাউডোপ টহল ফাঁড়ির বনরক্ষীরা বিশ্বাসের খালে অভিযান চালিয়ে ২টি নেট জালও আটক করে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান, সোমবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে পৃথক দুটি অভিযানে ৬টি ডিঙ্গি নৌকাসহ বিষ দিয়ে আহরণ করা ৩ মণ চিংড়ি ও সাদা মাছ, ৫ বোতল বিষ ও ৭টি জাল জব্দ করা হয়েছে। এসময়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যাওয়া অবৈধ অনুপ্রবেশকারী জেলেদের গ্রেফতারে বন বিভাগের অভিযান চলছে বলেও জানান এই বন কর্তকর্তা।##


455




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]