শুক্রবার, ১১ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ মুহররম ১৪৪৭ | ০১:৩৫:৪০

শিরোনাম
শরণখোলায় পার্টনার স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
আপডেট : ২০২৫-০৬-২৫ ১৭:৩২:৪৭

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটে শরণখোলায় আগামীর কৃষিকে আধুনিক, সমৃদ্ধ ও গতিশীল করতে পার্টনার স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন সকাল ১১ টায় উপজেলা কৃষি কার্যালয় মিলনায়তনে কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরে অফিসার, কৃষক,  সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী,  ইমাম ও পুরোহিত সমন্বয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ- পরিচালক ডক্টর মনির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন, সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা জামায়তের সাবেক নায়েবে আমির সুপার মাওলানা ওবায়দুল হক, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন, সাংবাদিক শাহীন হাওলাদার, সাংবাদিক নইন আবু নাঈম তালুকদার । সভায় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ জানান, কৃষিতে বাংলাদেশের আধুনিকতা,  সমৃদ্ধ ও গতিশীলতা বয়ে আনবে এমন প্রত্যাশা রেখে শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ চালু করা হয়েছে। এর আওতায় নয়টি স্কুলে ১৭৫ জন কৃষককে ১০ সপ্তাহে ১০ টি ট্রেনিং করা হয়েছে। এর মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করতে পারবে। 






269




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]