শুক্রবার, ১১ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ মুহররম ১৪৪৭ | ০০:৩৯:৪৮

শিরোনাম
সুন্দরবনে হরিণ শিকারের ৬০০ ফাঁদ আটক
আপডেট : ২০২৫-০৬-১৮ ২১:২৮:৫৪

নইন আবু নাঈম শরণখোলা থেকেঃ

সুন্দরবনে হরিণ শিকারের জন্য পেতে রাখা ৬০০টি ফাঁদ আটক করেছে বন বিভাগ। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমণি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকা থেকে এই ফাঁদ উদ্ধার করা হয়। একই এলাকা থেকে কাঁকড়া শিকারের জন্য ব্যবহৃত ১৬টি নিষিদ্ধ চারুও আটক করা হয়।

এরআগে গেল ৬ জুন চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের হুলার ভারানী এলাকা থেকে ৮২টি ফাঁদ ও একইদিন নন্দবালা টহল ফাঁড়ির সূর্যমুখী খাল এলাক থেকে ৫৩টি মালা ফাঁদ জব্দ করে বনরক্ষীরা। এ ছাড়াও ১০ জুন সুপতি স্টেশনের শাপলা ক্যাম্পের সিন্দুকবাড়িয়া খাল এলাকা থেকে হরিণ শিকারিদের পেতে রাখা ৪৫০টি মালা ফাঁদ জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বুধবার 

সন্ধ্যায় টিয়ারচর এলাকায় নৌকা ও পায়ে হেঁটে টহল দেওয়ার সময় বনরক্ষীরা বনের ভেতরে হরিণ শিকারের ফাঁদ দেখতে পান। পরে তারা সেখান থেকে ৬০০টি হরিণ শিকারের মালা (গোলাকৃতি) ফাঁদ জব্দ করে। সে সময় ওই জায়গা থেকে কাঁকড়া শিকারের জন্য পেতে রাখা ১৬টি নিষিদ্ধ চারুও জব্দ করা হয়। এ ঘটনায় মামলায় দায়ের মামলা কার হয়েছে। সুন্দরবন সনুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই বন কর্মকর্তা।##


374




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]