বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ মুহররম ১৪৪৭ | ২০:৩৪:০৮

শিরোনাম
শরণখোলায় বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
আপডেট : ২০২৫-০৬-০১ ১৯:১৬:২৫

শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার সুন্দরবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন টিম, সুশীল সমাজ ও সাংবাদিকদের নিয়ে শরনখোলা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পহেলা জুন সকাল ১১ টায় ওয়াইল্ড টিমের সদস্য আলম হাওলাদারের সঞ্চালনায় ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী।  সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এম এ আজিজ। অনুষ্ঠানের বক্তব্য রাখেন, শরনখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইমতিয়াজ উদ্দিন, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, সাংবাদিক  শামীম হাসান সুজন, সাংবাদিক শাহিন হাওলাদার, নজরুল ইসলাম আকন ও বিটিআরটি  সদস্য মোঃ সোলায়মান।সেমিনারে বক্তারা সুন্দরবনের বাঘ সুরক্ষায় বিষ দিয়ে মাছ নিধন ও চোরা  শিকারীরা যাতে বনে প্রবেশ করতে না পারে সেজন্য বনরক্ষীদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।  প্রধান অতিথি জানান সুন্দরবনে সর্বশেষ জরিপ ২০২৩/২৪  অনুযায়ী বাঘের সংখ্যা ১২৫টি। এতে ধারণা করা হচ্ছে বাঘ সুন্দরবনে আরো বাড়ছে এবং তারা রক্ষা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। 




 


557




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]