শুক্রবার, ১১ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ মুহররম ১৪৪৭ | ০২:০৮:৪৫

শিরোনাম
ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত
আপডেট : ২০২৫-০৫-২৯ ১৭:১৮:১৪

শরলখোলা( বাগেরহাট) প্রতিনিধিঃ


বাগেরহাটের শরণখোলায় ক্লাইমেট - স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রথম সংশোধনী প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই দুপুর ১২ টায় শরণখোলা উপজেলা কিসে প্রশিক্ষণ কেন্দ্রে মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি প্রকল্প পরিচালক। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন, কৃষি ব্যাংকের স্বয়ংক্রিয় শাখার ম্যানেজার সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, প্রকল্পের মনিটরিং অফিসার ধীমান মজুমদার, জাইকা প্রকল্প কর্মকর্তা রিয়াজুর রহমান, সাংবাদিক নইন আবু নাঈম, সাংবাদিক  শামীম হাসান সুজন, সারের ডিলার ও ব্যবসায়ী মোঃ সরোয়ার হোসেন, শহিদুল ইসলাম,  সাংবাদিক শাহীন হাওলাদার, উদ্যোক্তা সরোয়ার হোসেন বাদল, কৃষক সুমন,নাছির মুন্সি। সভায় বক্তারা কৃষির উৎপাদনে কি কি সমস্যা রয়েছে তা তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন এ সক্ষম ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণ ও পতিত জমি চাষের আওতায় আনার মাধ্যমে প্রকল্প এলাকায় ফসলের নিবিড়তা কি ভাবে  বৃদ্ধির বৃদ্ধি করা যায় এবং সুষ্ঠু পানি ব্যবস্থাপনার  ও মাটির স্বাস্থ্য সুরক্ষা  এবং উচ্চ ফলনশীল ফল এবং সবজি আবাদ সম্প্রসারণের মাধ্যমে ফসলে উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় সে সম্পর্কে অবহিত করেন। 




306




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]