শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ জ্বিলকদ ১৪৪৬ | ২২:২৬:৪৩

শিরোনাম
গাজায় ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শরণখোলায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা
আপডেট : ২০২৫-০৪-১২ ২০:৫৮:১৯

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ

ফিলিস্তিনের গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে শরণখোলা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বিকাল তিনটায় রায়েন্দা শহীদ মিনার চত্তরে উপজেলা বিএনপির আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার চারটি ইউনিয়ন থেকে বিএনপির প্রায় ৫ হাজার নেতাকর্মী মিছিল সহকারে এসে সভায় অংশ নেয়। সভায় যুবদল নেতা মো: আল আমিন খাঁনের সঞ্চালনায় ও মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপি'র সদস্য ও জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা  সাধারণ সম্পাদক এডভোকেট ফারহানা জাহান তালুকদার নিপা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমানের সহধর্মিনী আঞ্জুমান আরা আলো, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল হোসেন মিলন, সাউথখালী ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল আলম লিটন, বিএনপি নেতা কাউসার হোসেন, অধ্যাপক শামীম হাসান বাদল, মোল্লা মিজানুর রহমান, আবু হানি হাওলাদার, যুবনেতা মাসুম জোমাদ্দার, আবু জাফর, আবুল হোসেন, সেচ্ছাসেবক দলের নেতা মনিরুজ্জামান সেপাই,ছাত্রদল নেতা মামুন গাজী, সোহাগ তালুকদার  ও রবিউল ইসলাম। সভায় বক্তারা অবিলম্বে জাতিসংঘের মাধ্যমে গাজায় অসুস্থদের চিকিৎসা, খাদ্য সরবরাহ চালু রাখা ও নেতানিয়াহু  সরকারকে এই বর্বর হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে মুসলিম উম্মাহকে ইজরায়েলী পণ্য বয়কটের অনুরোধ জানানো হয়েছে। 







146




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]