শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ জ্বিলকদ ১৪৪৬ | ১৮:৪৪:৫৩

শিরোনাম
শরণখোলায় বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক
আপডেট : ২০২৪-১২-১২ ১২:৪৬:৪৮


নইন আবু নাঈম, শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে তাফালবাড়ী স্কুলের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের মায়েদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  

১১ ডিসেম্বর বিকালে তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মানিক চঁাদ রায়ের সভাপতিত্বে ও তথ্য কেন্দ্রের কর্মকর্ত তাজিমা জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, উপজেলা আইসিটি কর্মকর্তা মাসুদ রানা, তাফালবাড়ী পুলিশ ফাড়ির ইনচার্জ লিটন কুমার সাহা। অনুষ্ঠানে বক্তরা বাল্য বিবাহ প্রতিরোধে ছাত্রীদের মায়েদের সচেতন হওয়ার জন্য আহবান জানান। এছাড়া বাল্য বিবাহের কুফল সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়।  




346




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]