শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ জ্বিলকদ ১৪৪৬ | ২০:২১:০৩

শিরোনাম
মানিকগঞ্জে যমুনা নদীতে স্যলো নৌকা থেকে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু
আপডেট : ২০২৪-১১-১৬ ২১:৪৬:১১

আব্বাসী,স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ ( ১৬ নভেম্বর)

মানিকগঞ্জে যমুনা নদীতে স্যলো নৌকা থেকে পানিতে পড়ে ডুবে মারা যাওয়া সবুজ মিয়া (৪০) এর মৃত্যুদেহ দুই ঘন্টা চেষ্টার পর উদ্ধার করেন তারা ডুবুরিরা।

শনিবার (১৬নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যমুনা নদীর নিহালপুর এলাকায় এ এদুর্ঘনাটি ঘটে। তিনি ২য় স্ত্রী মর্জিনাকে নিয়ে তার শ্বশুর বাড়ি যাচ্ছিলেন।

যানাযায়,সবুজ মিয়া মিরপুর-১ এর দিয়াবাড়ি পালপাড়া ঘাট এলাকায় থাকতেন। পেশায় একজন ফুল বিক্রেতা ছিলেন। তার বাবার নাম আব্দুল বারেক মাস্টার। 

নৌকা চালক মাহবুব জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আরিচা ঘাট থেকে ইঞ্জিন চালিত স্যালো নৌকায় যাত্রী বোঝাই করে দৌলতপুরের বাকসাইট্টা যাচ্ছিলাম। নৌকাটি যমুনা নদীর নিহালপুর এলাকায় পৌঁছালে নৌকাতে থাকা অবস্থায়ই সবুজ মিয়ার মৃগী রোগের লক্ষণ দেখা দেয়। মৃগী রোগের ফলে খিঁচুনি উঠে হঠাৎ করে সে পানিতে পড়ে যায় । সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে এবং শিবালয় ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দূত ঘটনা স্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর সবুজের মৃত্যু দেহ উদ্ধার করা হয়।

শিবালয় থানার ওসি এ,আর,এম আল মামুন জানান, এব্যাপারে একটি ইউডি মামলা হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনের কাছে হস্তান্তর করা হবে।


500




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]