শনিবার, ১৭ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ জ্বিলকদ ১৪৪৬ | ০২:৫৪:০২

শিরোনাম
মানিকগঞ্জের পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি
আপডেট : ২০২৪-০৪-২৯ ০০:০০:২২

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) ২৮ এপ্রিল।। মানিকগঞ্জের পৌর মেয়র মোঃ রমজান আলী দুর্নীতি মামলায় কোর্টে হাজির না হওয়ার  কারণে তার  বিরুদ্ধে  গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে আদালত। রোববার  দুপুরে মানিকগঞ্জ  জেলা ও দায়রা জজ আদালতে বিচারক জযশ্রী সমাদ্দার এই গ্রেপ্তারীপরোয়ানা জারি করেন।

 দুদকের আইনজীবী আজিজ উল্লাহ জানান, পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে তিনটি দুদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। রোববার ওই মামলায় হাজির হযনি পৌর মেয়র রমজান আলী। ফলে বিচারক  তার জামিন   বাতির করে  গ্রেপ্তারীপরোয়ানা জারি করেন।

পৌর মেয়র রমজান আলীর আইনজীবী এটিএম শাহজাহান জানান,  দুদকের মামলায় মেযর রমজান জামিনে ছিলেন। মেয়র চীনে থাকায় আদালতে  আজ হাজির হতে পারেননি। ব্যক্তিগত কাজে বিদেশ থাকার কারনে বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন। মেযর দেশে আসার পর আদালতে  জামিন প্রার্থনা করলে তার জামিন হয়ে যাবে বলে জানান তিনি।


522




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]