শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ | ১১ রবিউল আউয়াল ১৪৪৭ | ০০:২৪:০৬

শিরোনাম
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে কেন ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র
আপডেট : ২০২৪-০৩-২৬ ১৫:১৮:২০

একবার–দুবার নয়, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনটি প্রস্তাবে ভোটে দিয়েছিল যুক্তরাষ্ট্র। স্থায়ী সদস্যদেশ হওয়ায় মার্কিন ভেটোতে বাতিল হয়ে যায় গাজায় যুদ্ধবিরতির সেসব প্রস্তাব।


কিন্তু দৃশ্যপট বদলে যায় গতকাল সোমবার। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে আবারও একটি প্রস্তাব তোলা হয়। সবাইকে অবাক করে দিয়ে প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র।


এর ফলে এবারই প্রথম জাতিসংঘের সর্বোচ্চ পর্ষদ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির আহ্বান–সংবলিত প্রস্তাব পাস হলো।


জো বাইডেন প্রশাসনের ভেটো না দেওয়ার এমন নীতি নজিরবিহীন। বিশ্লেষকদের মতে, এর মধ্য দিয়ে গাজা নিয়ে ইসরায়েলের নেতৃত্বের প্রতি ওয়াশিংটনের ক্রমবর্ধমান হতাশা মনোযোগ কেড়েছে।

 যদিও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে থাকা ব্যক্তিরা বলছেন, প্রতীকী কিংবা বাগাড়ম্বরপূর্ণ প্রচেষ্টা থেকে বেরিয়ে এসে ইসরায়েলের প্রতি মার্কিন প্রশাসনের মৌলিক সমর্থনের বিষয়টি নতুন করে চিন্তাভাবনা করা দরকার।  


1306




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]