বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ | ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ | ২৫ জমাদিউস সানি ১৪৪৭ | ০৪:২১:৪৬

শিরোনাম
সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের সময় ১ শিকারী আটক, এক বছরের কারাদণ্ড
আপডেট : ২০২৫-১২-১৬ ১৩:২৫:৩১

নইন আবু নাঈম তালুকদার শরণখোলা থেকেঃ

সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের সময় আড়াই মণ হরিণের মাংসসহ এক শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। আটককৃত শিকারীকে মোবাইল কোর্টে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে  ভোর সাড়ে তিনটার দিকে চরদুয়ানী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বস্তাভর্তি ১০২ কেজি (আড়াই মণ) হরিণের মাংসসহ লিটন হাওলাদার (৪৯) নামের এক শিকারীকে আটক করা হয়।

আটক লিটন হাওলাদার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। বনরক্ষীরা জানান, সে সুন্দরবনে হরিণ শিকার করে দুটি বস্তায় মাংস ভরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, আটক শিকারীকে চরদুয়ানী বাজার এলাকায় পাথরঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ পনির ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। পরে জব্দকৃত হরিণের মাংস কেরোসিন দিয়ে নষ্ট করে মাটি চাপা দেওয়া হয়।##


86




Bdinfobiz Limited


আর্কাইভ




সম্পাদক ও প্রকাশক : এস এম সানোয়ার হোসেন
চেয়ারম্যান: আব্দুল হাকিম
অফিস: বাড়ী # ৩২, রোড # ০২ বাদালদী, তুরাগ, ঢাকা - ১২৩০।
নিউজের জন্য যোগাযোগ: [email protected], [email protected]